দ্যা পিলগ্রিমেজ

ভ্রমন বয়ে আনে অভিজ্ঞতা। সত্যি বলতে কি, পুনর্জন্ম ঘটে অভিযাত্রীর। সম্পূর্ণ নতুন কিছুর মুখোমুখি হতে হয়, সময় বয়ে যায় ধীরে; জানো কী, বেশিরভাগ যাত্রায় অভিযাত্রীরা স্থানীয় মানুষদের ভাষাই বুঝতে পারে না? সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায় সে। আশেপাশের সবকিছুর সাথে আরও ঘনিষ্ঠ হয় তার সম্পর্ক। কারণ টিকে থাকা নির্ভর করে তাদের উপরে! যেকোন প্রতিকূল পরিস্থিতিতে তারাই এগিয়ে আসবে, তাই সহজ একটা সুসম্পর্ক তৈরি হয় আশেপাশের সবার সাথে। আর ইশ্বরের কাছ থেকে পাওয়া ছোট বড় অনুগ্রহগুলোকে ভালোবাসতে শুরু করে তীর্থযাত্রী, জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মনে রাখে সব। তোমার কথাই ধরো, মনে করো তুমিই সেই তীর্থযাত্রী।
.
একই সময়ে, যখন নতুন করে শুরু হচ্ছে সবকিছুই; তোমার চোখে পড়ে শুধু সৌন্দর্য, বেঁচে থাকাটাই অপূর্ব বলে মনে হয় তখন। তাই অন্তর্দৃষ্টি অর্জন করার জন্য ধর্মীয় তীর্থযাত্রা হলো সবচেয়ে বাস্তবধর্মী উপায়। ‘প্যাকাডিলো’ শব্দটার অর্থ জানো? শব্দটার অর্থ হচ্ছে ‘ক্ষুদ্র পাপ’। শব্দটা এসেছে ‘প্যাকাস’ থেকে যার অর্থ ‘ত্রুটিপূর্ণ পা’, যে পা দিয়ে কোন পথে যাত্রা করা সম্ভব না। প্যাকাডিলোকে ঠিক করার উপায় একটাই-সামনে এগিয়ে চলা, যেকোন নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া। জীবনের আশীর্বাদগুলো গ্রহণ করা; আশীর্বাদ্গুলো কাদের প্রাপ্য জানো? যারা সেগুলোর খোঁজ করে।
.
তাহলে বলো এবার, তোমার কি এখনও মনে হচ্ছে পেছনে ফেলে আসা কাজগুলো নিয়ে আমি চিন্তিত?
.
#ThePilgrimage
#EGLGH_Mar_9_1732hr2K20
#maruf_8601


Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.